কাগজ প্রতিবেদক, ত্রিশাল
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা আব্দুর রহিমকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। অনুমতি ছাড়াই রাতে ছাত্রদলের পরিচয়ে হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, সাধারণ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং সিট ছাড়তে চাপ প্রয়োগসহ একাধিক অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিল্ম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহিমের বিরোদ্ধে। এ বিষয়ে আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। স্বৈরাচারী ছাত্রলীগের পোস্টেড কোনো নেতাকর্মী কেউ হলে আছে কি না, সেটা দেখার জন্য ছাত্রদল সেখানে গেছে। কিন্তু শিক্ষার্থী কাউকে ডিস্টার্ব বা হয়রানি করে বের করে দেয়া হয়নি। হলে ছাত্রলীগের পোস্টেড কেউ আছে কি না, এটা জিজ্ঞেস করার জন্যই হলে জিজ্ঞাসাবাদ করেছি৷
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, হলের সিট বরাদ্দের বিষয়ে হল প্রশাসন কাজ করছে। আমরা হল প্রশাসনের পক্ষ থেকেই প্রতি রুমে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সিট বরাদ্দের জন্য সাক্ষাৎকার নিয়েছি। কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে আলাদাভাবে হলের রুমে গিয়ে শিক্ষার্থীদের হয়রানির বিষয়টির ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি। । হল প্রশাসন এ ধরনের দায়িত্ব কাউকে দেয়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, হলে কে থাকবে এটা নির্ধারণ করবে হল প্রশাসন। শিক্ষার্থীদের হয়রানির উদ্দেশ্যে কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
রহিম ছাত্রলীগের কমিটিতে ছিলেন এমন অভিযোগের ভিত্তিত্ব ২০১৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ বলেন আমার কমিটিতে এ আব্দুর রহিম কমিটিতে কখনই রাজনৈতিকভাবে জড়িত ছিলেন না । কেন্দ্রীয় ছাত্র সংসদ রহিমের বিরোদ্বে দলের শৃংখরা ভঙ্গের অভিযোগে তাকে দলের সাংগঠনিক পদ থেকে কেন্দীয় ছাত্র সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগের ভিত্তিত্বে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।