কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় সিএনজি ড্রাইভারসহ ২জন নিহত আহত হয়েছে আরো ৩ জন। শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাগামারা কুন্জুমার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের রাগামারা কুন্জুমার নামক স্থানে সিএনজি টার্নিক নেওয়ার সময় ময়মনসিংহগামী ইমাম পরিবহন পিছন দিক থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে যাত্রী সাখাওয়াত হোসেন সোহাগ( ৩০)ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত সিএনজি চালক শফিকুল ইসলাম(৩৩)কে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ এ ঘটনার সততা স্বীকার করে বলেন সিএনজিকে ময়মনসিংহ গামী ইমাম পরিবহন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্বার করা হয়েছে। সোহাগ ত্রিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে। চালক ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।