কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ‘শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ত্রিশাল নজরুল বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ সহকারী পরিচালক মো: শাহাদাত হোসেন, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দোজা, সদস্য আজহারুল ইসলাম, নাহিদা আক্তার পলি প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।