কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সমিতির কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। পরে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সরকারি নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান। এতে ছাতা প্রতিক নেয়ে সভাপতি পদে রফিকুল ইসলাম ও গরুরগাড়ি প্রতিক নিয়ে জিয়াউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির নির্বাচনে সহ সভাপতি আব্দুর রশিদ, ছালাউদ্দিন আহম্মদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার খোকন, সাংগঠনিক সম্পাদক সেলিম সারওয়ার, দপ্তর সম্পাদক আল-আমীন, প্রচার সম্পাদক এমদাদুল হক মিলন এবং সদস্য পদে শরীফুল আলম, ছাইফুজ্জামান সেলিম, আলাল উদ্দিন ও আবুল কয়েস নির্বাচিত হয়েছেন।