1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
  3. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  4. ne...ee@gmail.com : news :
  5. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  6. saifulmytv@gmail.com : saiful :
  7. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
August 15, 2025, 8:00 am
শিরোনাম
ময়মনসিংহ জেলা আইনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজারের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদ- নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু ময়মনসিংহে তিতাস গ্যাস কর্মকর্তার দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’, অধিকতর আলোচনায় ঐকমত্য কমিশন ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ত্রিশালে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪,
  • 57 Time View

ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন বিজয় দিয়েছে : ইসলামী আন্দোলন বাংলাদেশ
কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ছাত্র-জনতার আন্দোলনে রক্ত আর জীবনের বিনিময়ে বাংলাদেশ নতুন বিজয় অর্জন করেছে। এ আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ ও আহতদের সুচিকিৎসা, পুর্নবাসনের জন্য যা প্রয়োজন তা দেওয়ার দাবী জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ১৩দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আরও বলেন, বর্তমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করার দাবী জানান। গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। নতুন করে চাঁদাবাজি, দখলদারি ও হয়রানি কঠোর হস্তে দমন করার আহবান জানিয়ে নব্য চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে আহবান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মোহাম্মদ ফসিউর রেজার সঞ্চালনায় দরিরামপুর বাসস্ট্যান্ডের স্মৃতিসৌধ চত্বরে গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (দক্ষিণ) শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ময়মনসিংহের সভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সাধারন সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানসুর, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাঃ মনিরুজ্জামান তরফদার, ইসলামি যুব আন্দোলন দক্ষিণ জেলার সভাপতি ডি.এম. ইলিয়াস আলামীন, মোজাহীদ কিমিটি ত্রিশালের সদর আলহাজ্ব মমতাজ উদ্দিন, ইসলামি যুব আন্দোলন ত্রিশালের সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ, শ্রমিক আন্দোলন ত্রিশালের সভাপতি জুবায়ের আহমেদ, ইসলামি ছাত্র আন্দোলন ত্রিশালের সভাপতি এইচ.এম. মাহফুজ প্রমূখ। আলোচনা শেষে সন্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতেদর সুস্থ্যতা ও দেশের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024