কাগজ প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকটের জন্য দায়ী বিশ্ব নেতাদের বিরুদ্ধে সাহসী ও প্রতিবাদের মাধ্যমে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহে একটি প্রতীকী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর শিল্পাচার্য্য জয়নুল আবেদীন উদ্যানে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট, বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট এবং অন্যচিত্র ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি, জলবায়ু কর্মী, পরিবেশবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, ছাত্র সমন্বয়ক আলী হাসান, তৌহিদ রেদওয়ানসহ পরিবেশবিদরা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে প্রতীকী জেলখানার পেছনে দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা, জলবায়ু সংকটের জন্য দায়ী বলে অভিযুক্ত বিভিন্ন দেশের মুখোশ পড়ানো শীর্ষ নেতাদের শাস্তি নিশ্চিতের দাবি করেন। তাদের মুখোশে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, জার্মানির ওলাফ শলজ, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, চীনের শি জিনপিং, এবং ভারতের নরেন্দ্র মোদি। বিশ্বকে জলবায়ু ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তাদের বিচার করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে, এবং এই সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের দায়িত্ব নিতে হবে। পৃথিবী ধ্বংসের দায়ে দায়ী নেতৃত্বের বিরুদ্ধে পরিবর্তনের দাবি জানান।