কাগজ প্রতিবেদক
৬ দফা দবিসহ গ্যাজেট অনুযায়ী বেতনের দাবিতে শান্তিুপূর্ণ অবস্থান ও মানববন্ধন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীবৃন্দ। গতকাল রবিবার সকালে সিটি কর্পেরেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের সমন্বয়ক মো. মনিরুজ্জামান, মো. এনামুল হক, শেখ শরীফ, সাহেদ আলী, মো. আবুল হাসেম, তরিকুল ইসলাম রিপন, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, মাহাবুবুল মিয়া, আবু হানিফ, সাদ্দাম হোসেন, তানভীর হাসান বক্তব্য রাখেন।
মানববন্ধনে দেশের ১২টি সিটিকর্পোরেশনের সাথে সমন্বয় করে বেতন প্রদান, দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত কর্মচারীদেরকে মাস্টাররোল হিসেবে নথিভুক্ত করা, চলতি মাস হতে মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী বেতন কার্যকর, বছরে দুইটি উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান, যাদের চাকরীর বয়স রয়েছে তাদের চাকুরী স্থায়ীকরণ করা, দীর্ঘদিন যাবৎ দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত অবস্থায় যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে আত্মীকরণ করার দাবি জানান।