কাগজ প্রতিবেদক, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে গতকাল বুধবার শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড নির্ধারণের দাবিতে উপজেলা পরিষদের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন করে। এরপরে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদা জেসমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক ফরিদ মিয়া, ফারুকুল ইসলাম, সহ সম্পাদক রবিদাস, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সুমনা সফিনাজ লাবণী, ইসরাত জাহান লাকী, রাহিমা আক্তার রুমা, নাজমা আক্তার, শিউলী মন্ডল প্রমুখ।