কাগজ প্রতিবেদক, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার ‘আমরা করবো রক্তদান, সৃষ্টিকর্তা বাঁচাবে প্রাণ’ স্লোগানে শোভাযাত্রা, রক্তদানে উদ্বুদ্ধুকরণ পথসভা, স্বেচ্ছায় সেরা রক্তদাতা ও রক্ত সংগ্রহকারীদের সংবর্ধিত করা হয়।
কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. শাকিল আহমেদ। তিনি বলেন, রক্তদানের মাধ্যমে মানুষ নতুন জীবন ফিরে পায়। রক্তদান একটি শ্রেষ্ঠ মানবিক কাজ, যাদের সামর্থ্য আছে। তাদের সবার উচিত রক্তদানে এগিয়ে আসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ রাজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য উপপ্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান। সংবর্ধিতরা হলেন রাকিবুল ইসলাম শান্ত, রাজিবুল হাসান, অন্তরা রানী দাস, রানা আক্তার স্বর্ণা, তাসফিয়া আক্তার তমা, সাবিয়া আক্তার ইনা, কাজী মুয়ীনুল রাকিব।