কাগজ প্রতিবেদক
বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে গড়ে তোলার লক্ষ্যে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানে ময়মনসিংহের গৌরিপুরে আলোচনা সভা, বৃক্ষরোপণ, র্যালী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহম্মদ। অনুষ্ঠানে ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠা সাংবাদিক এ এইচ এম মোতালেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহম্মদ বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন একটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপনের গুরুত্ব বিষয়ে আলোচনা ও তাদের মধ্যে গাছের চারা বিতরণ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমি প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগ এ উদ্যোগকে স্বাগত জানাই।