কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি’র জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
এসময় আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক আসিফ হামজা তালুকদার, সদস্য সচিব জহিরুল হক, সদস্য সচিব এমদাদুল হক, কোষধ্যক্ষ আমীরুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন লিমন, সাবেক সভাপতি আ.স.ম ইকবাল কবির, মহানগর সভাপতি সাইদুল ইসলাম খান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকার বিভিন্ন পর্যায়ে অযোগ্য, অদক্ষ ও দলকানা লোকদেরকে বিভিন্ন পদে বসিয়ে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে বৈষম্যের সৃষ্টি করেছে, তেমনি সমাজ ব্যবস্থাকেও ধ্বংস করেছে। শতশত মানহীন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে নিজেদের স্বার্থের জন্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার মান কমিয়েছে। সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষক নিয়োগ বন্ধ রেখে ডিপ্লোমা প্রেকৌশলীদের অকার্যকর করতে ধ্বংসাত্বক ভূমিকা গ্রহন করেছে। সকলক্ষেত্রে বৈষম্যহীনভাবে সচেতন দক্ষ ও সুষ্ঠু জ্ঞানের উপর প্রতিষ্ঠিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে সমর্যাদায় অবস্থানের আহ্বান জানান।