কাগজ প্রতিবেদক
আসন্ন দূর্গাপূঁজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী ও পূঁজা কমিটির নেতৃবৃন্দকে নানা নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
আজ সোমবার বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে দূর্গাপূঁজা উদযাপন উপলক্ষে পূঁজামন্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আয়োজিত এক বিশেষ সভায় এ নির্দেশ দেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা খাতুন, আনসার ও ভিডিপি উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, র্যাবের সিইও মো. আলিমুজ্জামান, রেঞ্জডিআইজি’র প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, ময়মনসিংহ বিভাগের চার জেলায় এবার এক হাজার ৩৪টি মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬৩৮, নেত্রকোনা জেলায় ৪৭০, জামালপুর জেলায় ১৮২, শেরপুর জেলায় ১৫৬ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৮৮টি পূঁজা অনুষ্ঠিত হবে। প্রত্যোকটি পূঁজা মন্ডপে স্ব-স্ব মন্ডপের স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও সেনাবাহিনী, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ##