1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
  3. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  4. ne...ee@gmail.com : news :
  5. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  6. saifulmytv@gmail.com : saiful :
  7. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
August 18, 2025, 5:26 am
শিরোনাম
ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড-এর এডহক কমিটি গঠিত ময়মনসিংহে তিতাস গ্যাস ম্যানেজারের দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় একজনের দশ বছরের কারাদ- নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু ময়মনসিংহে তিতাস গ্যাস কর্মকর্তার দুর্নীতির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি’, অধিকতর আলোচনায় ঐকমত্য কমিশন ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আম্ফানে ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকরা পাবেন সহায়তা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২০,
  • 245 Time View

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।  পাশাপাশি ক্ষতির পরিমাণ অনুযায়ী কৃষকরা সহায়তা পাবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্ততর থেকে জানানো হয়েছে।

সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তাসহ কৃষিঋণ দেওয়া হবে।  পূর্ব প্রস্তুতির কারণে ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়নি।  তবে আম, লিচু, কলা, সবজি, তিল ও অল্প কিছু বোরো ধানের ক্ষতি হয়েছে।  প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মোট জমির পরিমাণ ১ লাখ ৭৬ হাজার ৭ হেক্টর।  ইতিমধ্যে হাওরে শতভাগ, উপকূলীয় অঞ্চলে ১৭ জেলায় শতকরা ৯৬ ভাগসহ সারা দেশে গড়ে ৭২ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।  ক্ষতিগ্রস্ত কৃষক, ফল ও পান চাষিদের মাত্র ৪ শতাংশ সুদে কৃষি ঋণের আওতায় অন্তর্ভুক্ত করে ঋণ দেওয়া হবে।

জেলা থেকে পাঠানো প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বোরো ধান ৪৭ হাজার ২ হেক্টর শতকরা ১০ ভাগ, ভূট্টা ৩ হাজার ২৮৪ হেক্টর শতকরা ৫ ভাগ, পাট ৩৪ হাজার ১৩৯ হেক্টর শতকরা ৫ ভাগ, পান ২ হাজার ৩৩৩ হেক্টর শতকরা ১৫ ভাগ, সবজি ৪১ হাজার ৯৬৭ হেক্টর শতকরা২৫ ভাগ, চিনাবাদাম ১ হাজার ৫৭৫ হেক্টর শতকরা ২০ ভাগ, তিল ১১ হাজার ৫০২ হেক্টর ২০ ভাগ, আম ৭ হাজার ৩৮৪ হেক্টর শতকরা ২০ ভাগ, লিচু ৪৭৩ হেক্টর শতকরা ৫ ভাগ, কলা ৬ হাজার ৬০৪ হেক্টর শতকরা ১০ ভাগ, পেঁপে ১ হাজার ২৯৭ হেক্টর শতকরা ৫০ ভাগ, মরিচ ৩ হাজার ৩০৬ হেক্টর শতকরা ৩০ ভাগ, সয়াবিন ৬৪০ হেক্টর শতকরা ৫০ ভাগ, মুগডাল ৭ হাজার ৯৭৩ হেক্টর শতকরা ৫০ ভাগ এবং আউশ ৬ হাজার ৫২৮ হেক্টর জমির ফসল আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, আমসহ ২ হাজার ২৭ হেক্টর জমির ক্ষতি হয়েছে। আস্ফানে ১৬ হাজার ২৯৬ মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে।  এছাড়াও ঘরে তোলা সম্ভব হয়েছিল জেলায় উৎপাদিত ৫০ ভাগ ভুট্টা এবং ৫০ ভাগ মুগ ডাল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ রাশেদ ইফতেখার বলেন, ঘূর্ণিঝড়ে আমসহ বিভিন্ন মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।  ক্ষতির পরিমাণ  অনুযায়ী কৃষকদের সহায়তা দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড়ে কৃষকের সম্ভাব্য ক্ষতির পরিমাণ ১৮০০ থেকে ২০০০ কোটি টাকা।  কৃষকের ক্ষতির পরিমাণ অনুযায়ী ঋণ দেওয়া হবে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও নগদ সহায়তাসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।  ক্ষতিগ্রস্ত কৃষক, ফল ও পান চাষিদের মাত্র চার শতাংশ সুদে কৃষি ঋণ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024