কাগজ প্রতিবেদক, গৌরীপুর
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মৌন মিছিলটি বিক্ষোভ মিছিলে রূপ নেয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার। বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল নেতা আব্দুল বাতেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন জুয়েল, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা সাকিব মাহমুদ ইমন, মো. রাতুল মিয়া, রাকিবাল হাসান, মুহিত খান, তানভীর হাসান, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম মিয়া, সৌরভ সরকার প্রমুখ। ##