কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজে মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে আনন্দ মোহন কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ দুই বিষয়ে অবিলম্বে মাস্টার্স কোর্স চালুর দাবিসহ মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীরা বলেন, ২০১৪ সাল থেকে এই কলেজে মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক কোর্স চালু আছে। আমরা বৃহত্তর ময়মনসিংহের দরিদ্র শিক্ষার্থীরা সহজেই স্নাতক কোর্স করার সুযোগ পাচ্ছি। কিন্তু বিভাগ দুটোতে মাস্টার্স কোর্স চালু না থাকায় আমরা উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছি। বৃহত্তর ময়মনসিংহের অন্য কোন জেলায় এই বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নেই তাই আমাদের অনেকের পক্ষেই ঢাকায় গিয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করা ব্যয়বহুল হয়ে পড়ে। তাই এই দুই বিষয়ে অবিলম্বে মাস্টার্স কোর্স চালুর দাবি জানাই।
মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং শিক্ষার্থী মাহফুজ এলাহী বলেন, এই কলেজ থেকে ‘অনার্স পরীক্ষা দেওয়ার পর মাস্টার্স কোর্স না থাকায় আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। আবার অনেকেরই উচ্চশিক্ষার সুযোগ না পেয়ে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটছে। আমরা এই কলেজ থেকে অনার্স কোর্স শেষ করে এই কলেজেই মাস্টার্স পড়তে চাই।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইব্রাহীম, শুভ হোসেন, মো. জোবায়ের, গোলাম মুর্তুজা, আবুজর ইসলাম অনিক, জুবায়ের আল ছাইম, শেখ আহমদ হাসান, রাইছা অক্তার অর্পিতা, নিমা আক্তার হিয়া, হাওয়া বিবি, শাহিনুর আক্তার, নোমান, সেলিম, হৃদয়, শরীফ, তানভীর, জান্নতুল ফেরদৌস পাপিয়া প্রমুখ।