কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে দাড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কায় বিল্লাল হোসেন (২২) নামের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রাঘামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন একই উপজেলার আউলটিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক বলেন, ভোরে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৫টার দিকে ত্রিশালের রাঘামারা এলাকা পর্যন্ত আসতেই মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময়
মহাসড়কের পাশ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাওয়া বিল্লাল হোসেনসহ আরেকজন গুরুতর আহত হয়। এদিকে দ্রুত গতির বাসটি আইলেন্ডের উপর উঠে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যান।
তিনি বলেন, বাসচালক হঠাৎ ঘুমিয়ে পড়ার কারণেই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।